কাপ্তাই প্রতিনিধিঃ ধর্ম যার,যার উৎসব সবার। নতুন বছরকে বরণ-পুরাতন বছরকে বিদায় দিয়ে পাহাড়ে প্রতিটি পাড়া-মহল্লায় সাংগ্রাই,বিজু,বিষু উৎসবে মাতোয়ারা উপজাতীয় সম্প্রদায়ের লোকজন এ আনন্দ উৎসব সকলের মধ্যে ভালবাসার সম্প্রিতি সৃষ্টি করে। পাহাড়ে
একটি সন্ত্রাসী গোষ্টি সম্প্রতি সাজেক নির্বাচনে সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসিদের হাতে হতাহত হয়। এ গোষ্ঠি ইচ্ছা করে পাহাড়ে দায়িত্বরত আইনশৃঙ্কলা বাহিনীকে খেপিয়ে দিতে চায়েছিল। যেন আইনশৃঙ্কলা বাহিনী ক্ষিপ্তহয়ে পাহাড়ে ধরপাকড়াও করে । কিন্ত প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের এ কার্যক্রম বাস্তবায়ন করতে দেয়নি। বিচক্ষণভাবে তা মোকাবেলো করছে। কাপ্তাই ঐতিহ্যবাহিী চিংমংসাংগ্রাই(জল উৎসবে),প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালকুদার,এমপি।
এবার কাপ্তাই চিংমং ও নারানগিরি সরকারি উচচ বিদ্যালয় মাসাসের আয়োজনে পৃথক,পৃথক ভাবে পাহাড়ী সম্প্রদায়ের সংগ্রাই (জল উৎসব) অনুষ্ঠিত হয়। চিংমং জল উৎসব কমিটির আহবায়ক ওয়েশ্লিমং চৌধুরী ও নারানগিরি অংসুইছাইন চৌধুরীর আহবায়ক ও সভাপতি মাসস এর আয়োজনে সোমবার(১৫এপ্রিল) সকাল ১০টা হতে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,৩০৫পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ,বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক,৪১বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল শহিদুল ইসলাম,রাঙ্গামাটি জেলা আ.লীগ সাধারন সম্পদাক হাজী মুছা মাতাব্বর,জেলা পরিষদ সদস্য অংসুপ্র“ চৌধুরী,থোয়াইচিং মং মারমা,কাপ্তাই পুলিশ সার্কেল জুনায়েত কাউছাল,নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃমফিজুল হক,নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলসহ বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি দীপংকর তালকুদার এ উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব পালনে সকল সম্প্রদায়ের হাজার,হাজার দর্শক চিংমং ও নারানগিরি সমগম হয়।