কাপ্তাই প্রতিনিধিঃ মুছে যাক গ্লানি এ প্রতিপাদ্য বিষয় নিয়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে রোববার(১৪এপ্রিল) ১ বৈশাখ ১৪২৬ স্বাগত জানিয়ে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা উপজেলায় অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদর হোসেন,বর্তমান নির্বাচিত চেয়ারম্যান মফিজুল হক,সাবেক চেয়ারম্যান অংসুইছান চৌধুরী,কাপ্তাই থানা অফিসার ইনচার্জ(ওসি)সৈয়দ মোহাম্মদ নূরু, মহিলা ভাইসচেয়ারম্যান নুর নাহার বেগম,বর্তমান নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন,তথ্য অফিসার মোহাম্মাদ হারুন, কর্ণফুূলী কলেজ অধ্যক্ষ এএইচ এম বেলাল চৌধুরী,আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মজিদ,শিক্ষা অফিসার নাদির আহমেদ,খোরশেদ আহমেদ চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী,উপজেলা ক্রিড়া সম্পাদক বির্দশন বড়ুয়া, ফায়ার ষ্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান আনছারী, ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, চিরনজিত তনচংগ্যা, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসনেসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এদিকে বাংলা নববর্ষ১৪২৬কে স্বাগত জানিয়ে ঐতিহ্যবাহী কাপ্তাই উপজেলা বন্ধু মহল ক্লাবের আয়োজনে রোবাবার(১৪এপ্রিল) উপজেলায় মঙ্গল শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান,পান্তা ইলিশ,আহবায়ক আব্দুল হাই খোকন ও সদস্য সচিব অমল কান্তি দের আয়োজনে বড়ইছড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল,কাপ্তাই থানা ওসি সৈয়দ মোহাম্মদ নূরু,ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,চিরনজীত তনচংগ্যাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে পান্তা ইলিশে স্কুল শিক্ষার্থী,শিক্ষক,বন্ধু মহল ক্লাব সদস্যসহ বিভিন্ন লোকজন অংশগ্রহণ করেন।