মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাসকে বেশ ধুমধাম করেই বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের তিন মাস পরও তারা যেন নতুন। দুজনের সম্পর্ক বেশ মিষ্টি। জানেন নিককে কি নামে ডাকেন প্রিয়াঙ্কা?
‘ওএমজি’ নামে ডাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, নিককে প্রায় দু’বছর ধরে চিনি আমি। কিন্তু সম্পর্কটা যে ভাবে এগিয়েছে তা আগে ভাবিনি। বিয়ে করব ভাবিনি। ওকে আমি ওল্ড ম্যান জোনাস ওরফে ওএমজি বলে ডাকি। আমি যখন যা খুশি করি, সব কিছুতেই ওর সাপোর্ট রয়েছে।
যে মার্কিন ম্যাগাজিন প্রথম নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের সম্ভাবনার খবর প্রকাশ করেছিল তাদের বিরুদ্ধে দম্পতি আইনি পদক্ষেপ নেবেন বলে শোনা গিয়েছিল।
নিন্দুকদের মতে, সম্পর্ক যে একদম ঠিক রয়েছে তা বোঝাতেই প্রকাশ্যে নিকের পরিবারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করছেন নায়িকা। আবার প্রকাশ্যে বারবার নিকের প্রশংসা করাও সম্পর্ক ঠিক রয়েছে, তা বোঝানোরই ইঙ্গিত বলে মনে করছে বলি মহলের কোনও কোনও অংশ।