কাপ্তাই প্রতিনিধিঃ চন্দ্রঘোনা হতে প্রতিনিয়ত বিভিন্ন পন্থায় কাপ্তাই প্রবেশ করছে মাদক। আর মাদক চক্র সদস্যরা বিভিন্নস্থানে হাতের মুঠোয় করে তা পৌছে দিচ্ছে বিভিন্ন এলাকায়। এদিকে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এ মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেট সদস্যদের ধরার ব্যাপারে কঠোর নজরদারিতে আছে বলে জানাযায়।
এদিকে কয়েক দিন পূর্বে মাদক চক্রের কয়েকজন সদস্য নম্বর বিহীন পালসার মটরসাইকেল যোগে চন্দ্রঘোন হতে কাপ্তাই আসার পথে বড়ইছড়ি এলাকায় কাপ্তাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করে। পুলিশ জানান, কাপ্তাই এলাকায় বসবাসরত জাহাঙ্গীর হোসেনের পুত্র শ্যামলী পরিবহন কাউন্টার ম্যানেজার মোঃ ইকবাল হোসেন মনা(২৪),কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কার্গো কর্মচারী আশীষ দাশের পুত্র অনিক দাশ দূর্জয়(মটরসাইকেল মালিক) ও বিএসপিআই ছাত্র আব্দুল কাইয়ুম এর পুত্র তৌহিদুর রহমান(২০)কে ত্রিশ পিস ইয়াবাসহ আটক করা হয়। কাপ্তাই থানার এস আই গাজী মোরশেদ আলম জানান,এরা হল মাদকচক্র সদস্য।
গোপন সংবাদের ভিত্তিত্বে এদের আটক করা হয় এবং মাদক নিয়ন্ত্রণ আইনে ২০১৮এর ৩৬(১)এর টেবিল ১০(ক)/৪১ধারা মোতাবেক কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১,তারিখ ৭এপ্রিল২০১৯ইং পরে আসামীদের রাঙ্গামাটি আদালতে চালান করা হয়।
কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মাদ নূর জানান, এলাকায় কোন ধরনের মাদক-কেনা বেচা বা সেবন করার খবর পেলে তার বিরুদ্বে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে ।