চোট থেকে ক’দিন আগেই ফিরেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। তার ফেরায় টটেনহ্যামও ছিল উজ্জ্বীবিত। কিন্তু আবার চটে পড়েছেন স্পার তারকা। তার চোট চিন্তায় ফেলেছে টটেনহামকে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে খেলতে নেমে গোড়ালিতে চোট পেয়েছেন কেন। ওই চোটে মৌসুম শেষ হয়ে যেতে পারে তার।
এর আগেও পায়ে গুরুতর চোট পান কেন। গত জানুয়ারিতে লিগামেন্টের চোটে দু’মাস মাঠের বাইরে ছিলেন। গত মৌসুমেও ইনজুরিতে ছিলেন তিনি। এখন পচেত্তিনো তার ইনজুরির রিপোর্টের অপেক্ষায় আছেন।