এম এস ধোনি তো বারবার বলে এসেছেন, রবীন্দ্র জাদেজা সব পারেন। শেষ ওভারের প্রথম বলটা করতে গিয়ে স্টোকসও পা হড়কে পড়ে গিয়েছিলেন। জাদেজা ও স্টোকস, দুজনেই মাটিত শুয়ে বলের গতিবিধি হা করে দেখলেন।
বল বাউন্ডারি লাইন পেরনোর পরই জাদেজার কাছে এগিয়ে এলেন ধোনি। তারপর আহ্লাদে বুঝিয়ে দিলেন, জাদেজার স্যর উপাধি কেন প্রাপ্য! ক্যাপ্টেনের মশকরায় ততক্ষণে জাদেজাও লজ্জায় লাল। আর অদ্ভুত চাউনিতে শটের গভীরতা মাপতে থাকলেন বেন স্টোকস। অবাক হওয়া ছাড়া তখন আর তাঁর কী বা করার ছিল।