কাপ্তাই প্রতিনিধিঃ ‘‘ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন’’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে তনচংগ্যা সম্প্রদায়ের আয়োজনে ঐতিহ্যবাহী নববর্ষকে বরণ উপলক্ষে বিষূ শুভেচ্ছা র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১২এপ্রিল) সকাল ১০টায় র্যালীটি ওয়াগ্গা ইউপি পরিষদ হয়ে বিজিবি সড়ক ও উপজেলার গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষীন করে শহীদ মিনারে এসে শেষ হয়।
আহবায়ক ও সভাপতি দীপ্তিময় তালুকদারের সভাপতিত্বে তনচংগ্যা সম্প্রদায়ের মহিলা-পুরুষ আবালবৃদ্ধ,তরুন-তরুনীরা নতুন বছরকে বরণ করার জন্য নিজ সম্প্রদায়ের বিভিন্ন রঙের পোষক পরে বিভিন্ন ব্যানার,প্লেকার্ড-ফ্যাস্টুন নিয়ে আন্দন শোভযাত্রা করেন। বিষু বরণ করতে তংচঙ্গ্যার লোকেরা উপজেলায় বড়ইছড়ি আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেন।
ধর্ম যার-যার উৎসব সবার,বিষুকে বরণ করে নিতে সকল পাহাড়ের সম্প্রদায়ের বিবেদ ভূলে আসুন সবাই মিলে মিশে চলি।
র্যালী শেষে এক সভা তনচংগ্যা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংঙ্গ্যার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছান চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল,কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নূরু,আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মজিদ,ইউপি চেয়ারম্যান চিরনজীত তনচংঙ্গ্যা,হেডম্যান অরুন তালুকদার প্রমুখ। এদিকে বিষু উৎসবকে ঘিরে পাহাড়ের তনচংঙ্গ্যা সমপ্রদায়ের ঘরে,ঘরে,চলছে পিঠা,পায়েস,আনন্দ উৎসব।