রাজধানীর সকল উন্মুক্তস্থানে পহেলা বৈশাখে অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে ইনডোরে যদি কেউ কোনো প্রোগ্রাম করে এতে কোনো সময়ের ধরাবাধা থাকবে না বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখে নিরাপত্তা শীর্ষক করণীয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রমনা পার্ক এবং সোহরাওয়ার্ধী উদ্যানে বিকাল ৫টার পর আমরা সকল প্রবেশ গেট বন্ধ করে দেব। যাতে ৬টার মধ্যে অনুষ্ঠানের আসা সবাই বেরিয়ে যেতে হবে। নারীদের যে ছোট পার্টস রয়েছে তা ব্যবহার করা যাবে। তবে বড় কোন ব্যাগ ব্যবহার করা যাবে না।’
কঠোর হুঁশিয়ারি দিয়ে কমিশনার বলেন, ‘পহেলা বৈশাখের দিন ব্যাগে চুরি, কাচি বা ক্ষয়কারক কোনো বন্তু, ব্লেইট কোনো ধাতব পদার্থ দিয়াশলাই, গ্যাশলাইট এগুলো বহন করা যাবে না। এই সকল জিনিস যাতে কেউ সঙ্গে নিয়ে বের না হন। কারো কাছে এই সকল বস্তু পাওয়া গেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ‘
তিনি বলেন, রমনা পার্ক, সোহরাওয়ার্ধী উদ্যান, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর এলাকায় কোন প্রকার ধুমপান করা যাবে না। ওইসব এলাকায় যদি কেউ ধুমপান করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
তিনি আরও জানান, ‘যারা মঙ্গলশোভা যাত্রায় অংশগ্রহণ করবে তারা সবাই চারুকলা থেকে অংশ নিতে হবে। মঙ্গলশোভা যাত্র চলাকালে প্রবেশপথে কেউ ডুকতে পারবে না।’