রাকিব হাসান, মাদারীপুর থেকে:
”তথ্য পেলে জনগণ, নিশ্চিত হবে সুশাসন” এই কথা সামনে রেখে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক কর্মশালা মাদারীপুর সদর উপজেলা তথ্য অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দিন পিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার এতে সুরাইয়া বেগম ।
আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান , সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন জাহান, বিভিন্ন শ্রেনীর সরকারী কর্মকর্তা, , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক,ইউনিয়ন পরিষদ সচিব এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানটি আয়োজন করেন, মাদারীপুর সদর উপজেলা প্রশাসন।
প্রশিক্ষণ কর্মশালায় তথ্য আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।