রবের্তো ফিরমিনোর নৈপুণ্যে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেল লিভারপুল।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতে ইয়ুর্গেন ক্লপের দল।
ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ফিরমিনোর পাস ধরে পেনাল্টি স্পটের কাছাকাছি থেকে গিনির মিডফিল্ডার নাবি কেইতার নেওয়া শট অলিভার তোরেসের গায়ে লেগে জাল খুঁজে নেয়।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করে অলরেডরা। ২৬তম মিনিটে ডান দিক থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের আড়াআড়ি পাস থেকে পাওয়া বল সহজেই প্লেসিং শটে জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।
বিরতির পর ৫২তম মিনিটে পোর্তের দানিয়েল পেরেইরার দারুণ হেড লক্ষ্যভ্রষ্ট হলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ডের দলটি।