1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
ঋণ-আমানতের সুদহারে সীমা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরের বশিকপুরে স্ত্রী-সন্তানদের আটকে রেখে ঘরে আগুন, প্রাণ গেলো দুজনের | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে বিচারকের নির্দেশে কাঠগড়ায় আসামিকে থাপ্পড়! | সময়ের নুর ডট কম নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট চালু | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ১ | সময়ের নুর ডট কম পূর্ব বিরোধের জেরে ‘লোক ভাড়া করে’ প্রতিবেশীর ঘরে ডাকাতি পুরোনো শীতের কাপড় ও লেপ-কম্বল ব্যবহারের আগে যা করবেন | সময়ের নুর ডট কম সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুর সদর-৩ আসনে আ.লীগের এমপি প্রার্থীর মতবিনিময় | সময়ের নুর ডট কম ষষ্ঠ-সপ্তম শ্রেণির সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পেছালো | সময়ের নুর ডট কম রাজধানীতে ১০ দিনে গ্রেফতার ১৮৮৪ | সময়ের নুর ডট কম

মতলবের উজ্জ্বল নক্ষত্র ছিলেন ডাঃ নওয়াব আলী

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ২৭৬ বার পঠিত হয়েছে

মমিনুল ইসলাম:চিকিৎসা পেশায় বাঙালি মুসলমানদের মধ্যে অন্যতম এবং উপমহাদেশের স্বনামধন্য চিকিৎসক ডাঃ নওয়াব আলী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর গ্রামে ১৯০২ সালে জন্মগ্রহণ করেন। তিনি মুন্সীগঞ্জ হাই স্কুল থেকে এন্ট্রান্স এবং ঢাকা কলেজ থেকে আই. এস. সি. পরীক্ষায় প্লেস সহ সম্মানের সাথে উত্তীর্ণ হন।

১৯২৭ সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে তিনি তৎকালীন বাঙালি মুসলমানদের মধ্যে রেকর্ড সৃষ্টি করে এম.বি.বি.এস. পাশ করেন। ১৯৩৫ সালে কলকাতা থেকে তিনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে সম্মান লাভ করেন। এরপর তিনি ১৯৪৪ সালে যুক্তরাজ্য থেকে প্রথম সারির বাঙালি মুসলমান হিসেবে এম.আর.সি.পি. লাভ করেন। তিনি ১৯৫৮ সালে সাবেক পূর্ব পাকিস্তানিদের মধ্যে প্রথম যুক্তরাজ্যের এফ. আর. সি. পি. লাভ করেন।

চিকিৎসা সেবায় তাঁর সুনামের জন্য ভারতের কলকাতা ও বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ঢাকায় আসতেন। ডাঃ নওয়াব আলী তৎকালীন মেডিকেল এসোসিয়েশনের সভাপতি, তৎকালীন পূর্ব পাকিস্তান মেডিকেল এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল এসোসিয়েশনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফেকাল্টির ডীন সহ গুরুত্বপূর্ণ পদগুলো অলংকৃত করেন।

ডাঃ নওয়াব আলী চাঁদপুর জেলার মতলবে অবস্থিত আন্তর্জাতিক আঞ্চলিক উদরাময় হাসপাতাল (আইসিডিডিআরবি) এর প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসের পাতায় চির স্বরণীয় হয়ে আছেন। চিকিৎসা শাস্ত্রের অনেক মূল্যবান গবেষণামূলক বই তাঁর জ্ঞান ও মেধার পরিচয় বহন করে। ১৯৬২ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। এই গুণী ব্যক্তি ৪ আগস্ট, ১৯৭৭ সালে ঢাকায় ইন্তেকাল করেন।

ডাক বিভাগ তাঁর সম্মানে ১২ ডিসেম্বর, ২০০৫ সালে স্মারক ডাক টিকিট উন্মোচন করে। ডাঃ নওয়াব আলীর সন্তানেরা মতলব উত্তরে থাকা তাঁর সমস্ত সম্পদ জনকল্যাণার্থে দান করেন। তারপর এই সম্পদের উপর “ডাঃ নওয়াব আলী স্মৃতি কল্যাণ ট্রাস্ট” গঠন করা হয়। তিনি তাঁর স্ত্রীর নামে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাতার নামে একটি মহিলা মাদ্রাসাসহ জামে মসজিদ স্থাপন করেন।
ডাঃ নওয়াব আলী মতলব উত্তরের সন্তান, তিনি দেশের গর্ব। তিনি আমাদের মতলবের বাতিঘরের এক আলোকিত নক্ষত্র।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews