রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী সংবাদাতা: পিরোজপুরের কাউখালীতে পাভেল শরীফ (২৫) নামে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসরাত জাহান এই কারাদন্ডের আদেশ দেন।
জানা যায়, সোমবার পিরোজপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতী গ্রামে অভিযান চালিয়ে গাজা সেবন অবস্থায় পাভেল শরীফকে আটক করলে পাভেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য আইনে তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়।