আল মামুন সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ,এই স্লোগান সামনে রেখে দামুড়হুদায় হাউলী ইউনিয়ন পরিষদে পুষ্টি চাউল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাশ।
সোমবার সকাল ১০টায় বিতারণ অনুষ্ঠানে সভাপত্বিত করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, চুয়াডাঙ্গা সদর সার্কেল কল্লিমউল্লাহ,হউলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দীন,দামুড়হুদা মহিলা বিষয়ক সম্পাদক হোসনে জাহান, প্রয়াত হাউলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর ছেলে জনি শাহ,এছাড়া উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়নের সদস্যগন।

প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাশ বলেন বাংলাদেশে এখন খাদ্যর অভাব নাই । তাই সকলের কথা চিন্তা করে এবার সরকার গরীব আসহায় মানুষের মাঝে পুষ্টি চাউল বিতরণ করছে ,যাতে ভিটামিনের ঘাটতি পূরণ করে । এই পুষ্টি চাউল থেকে ভিটামিন পেতে হলে চাউল একবারের বেশি ধুয়া যাবে না এবং বসা ভাত রান্না করতে হবে তাহলে সম্পুণ ভিটামিন টি ভাতের মধ্যে পাবেন।
তিনি আরো বলেন আমাদের সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে ।তাহলে আমাদের দেশ একদিন অনেক এগিয়ে যাবে।এখানে যারা উপস্থিত আছে কেউ আপনার ছেলে মেয়েকে বাল্য বিবাহ দিবেন না ।বাল্য বিবাহ দিলে ভি জি ডি কার্ড তো বাতিল হবে সেই সাথে জেল জরিমানার বিধান আছে।
জানাযায়, দামুড়হুদায় হাউলী ইউনিয়ন পরিষদে জেলা খাদ্য নিয়ন্ত্রক এর উদ্যেগে হাউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্রদের মাঝে ৩৭৪জন ভিজিডি কার্ডধারি মহিলাদের মাঝে পুষ্টি চাউল বিতরণ করা হয়।