কি নামে তোমায় ডাকি সখি
ভেবে পাইনা কূল,
আসমান ভরা চাঁদের হাসি
বাগান ভরা ফুল।
সবারই মাঝে আছো তুমি
তাকালে দেখিবার পাই
নদী নামে ডাকলে তোমায়
তুলনা তার নাই।
সাগরের চেয়েও সুন্দর তুমি
আমি বুঝিতে পারি,
ক্ষণে তুমি উচ্চ গিরি
ক্ষণে ভাসমান বারি।
বসন্তের কোকিল বলে
ডাকিলে তোমায়,
তোমার মিষ্টি গানের সুরে
রইতে দেয় না আমায়।
কখন ও তুমি জীবন নিঃশ্বাস
কখন ও হৃদয়িক অনুভূতি,
বলি আত্মার আত্মীয় তুমি
চাতক চাতকির স্মৃতি।
এ ভুবনের সৃষ্টির মাঝে
রয়েছো বিরাজমান,
তাই ভাবি কি নামে ডাকিলে তুমি
রইবে যে অম্লান।