আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচের অনুশীলনে ফিরেছেন রোনালদো ।
দলের সঙ্গে অনুশীলনে রোনালদো যেহেতু ফিরেছেন কোচ আশা দেখতেই পারেন। এর আগে জুভেন্টাস কোচ আলেগ্রি এবং দলের সেরা তারকা রোনারদো আশা প্রকাশ করে বলেন, চোট খুব একটা গুরুতর নয়, তিনি গুরুত্বপূর্ণ ওই ম্যাচে খেলতে পারবেন। ভক্তরাও এখন রোনালদোকে আয়াক্সের বিপক্ষে শুরুর একাদশে পাওয়ার আশা করতে পারে।