কাপ্তাই প্রতিনিধিঃ কাপ্তাই ৪১ ব্যাটালিয়ন ওয়াগ্গা (বিজিবি) পার্বত্যঞ্চলে দূর্গম পাহাড়ী এলাকায় সততা,দক্ষতা ও নিষ্ঠার সহিত প্রতিনিয়ত কাজ করে চলছে।এছাড়া সকল ধরনের উন্নয়নমূখী ও ঝুঁকিপূর্ণ কাজ সফলতার সহিত এ ইউনিটটি প্রশংসার সহিত কাজ করে চলছে।৪১ বিজিবি কাপ্তাই ওয়াগ্গা জোনের ২৩ তম প্রতিষ্ঠা বাষির্কী উদয়াপন উপলক্ষে সোমবার(৮এপ্রিল) রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক, পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত বক্তব্য রাখছিলেন। তিনি ৩৫পাউন্ডের একটি কেট কেটে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,কাপ্তাই ৪১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শহিদুল ইসলাম পিএসসি,শহীদ নৌ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম জিয়াউল হক,৫আর,ই কাপ্তাই জোন অধিনায়ক লেঃকর্ণেল তাহসীন বিন আলম,উপজেলা চেয়ারম্যান দিলদর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী,সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ,কেপিএম এমডি প্রকৌশলীএম এ কাদের, কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুরু,চন্দ্রঘোনা অফিসার ইনচার্জ আশ্রাফ আহমেদ,উপজেলা ভাইসচেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা,নুর নাহার বেগম ও মুক্তিযোদ্বা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী,কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন,সদস্য কাজী মোশাররফ হোসেন সহ বিভিন্ন সরকারী/বেসরকারী কর্মকর্তা,প্রতিনিধি বিজিবি বিভিন্ন পদের কর্মকর্তা ও সৈনিকগন উপস্থিত ছিলেন।