মালয়েশিয়া নিলাই থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশী সহ মোট ১১ জন নিহত। আহত হয়েছে আরো অন্তত ৩৪ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
জানা গেছে ৮ এপ্রিল রাত আনুমানিক ১২ টার দিকে নিলাই থেকে এয়ারপোর্ট গামী বাংলাদেশী কর্মী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এবং ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশী সহ ৯জন কর্মী নিহত হয়। এর পর হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থল স্থানীয় পুলিশ ঘিরে রেখেছে। এয়ারপোর্টগামী এই কর্মীগুলোর থাকার হোস্টেল ছিলো নিলাই। তারা কাজের উদ্দেশ্যে কেএলআইএ আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিল। সবাই মাসকার্গোতে কর্মরত ছিল।
কেএলআইএ এর পুলিশ প্রধাম এসিপি জুলকিফিলি জানান, নিহতদের মধ্যে আটজন বিদেশী কর্মী, বাস চালক এবং একজন স্থানীয় রয়েছে।
তিনি আরো বলেন, সেরডাঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন বিদেশী নাগরিক মারা জান। যিনি একজন মহিলা কর্মী ছিলেন।
জুলকিফিলি আরো জানান, বাসে ৪৩ জন কর্মী ছিলেন। যারা সকলেই বিদেশী।
তিনি জানান, আহতদেরকে চিকিৎসার জন্য সার্ডাঙ্গ হাসপাতালে, পুলরাজায়া হাসপাতাল, ব্যাটিং হসপিটালে এবং কাজজ হাসপাতালে পাঠানো হয়েছে।