গোল করে মুখোশ পরে উদ্যাপন করাটা নতুন কিছু নয়। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ‘ব্যাটম্যান’ ও ‘রবিন’ হয়েছিলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং ও মার্কো রয়েস। সান্তোসের হয়ে নেইমার তো নিজের মুখোশই পরেছিলেন উল্টো করে। নেইমারের ভক্ত ভিনিসিয়ুস জুনিয়রও ছোট ক্যারিয়ারে এ কাজ করে ফেলেছেন। রাউল হিমেনেজের তাই ইচ্ছে জেগেছিল মুখোশ পরার। এতে যে মানুষের হাসির পাত্র হবেন, সেটা তো আর বোঝেননি।