চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় বৃহত্তর কুমিল্লা জেলার মত্স্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮/১৯ অর্থ বছরে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয় বধনমূলক উপকার হিসেবে ছাগল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে, এস এ পি পি ও মোঃ মজিবুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ (মতলব উত্তর – দক্ষিণ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা কৃষক লীগের সভাপতি জি এম ফারুক, বৃহত্তর কুমিল্লা মত্স্য প্রকল্পের পরিচালক আঃ সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস।