মমিনুল ইসলাম:চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ২০১৮/১৯ অর্থ বছরে খরিপ/১ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে, এস এ পি পি ও মোঃ মজিবুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ২ (মতলব উত্তর – দক্ষিণ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে কৃষিক্ষেত্রে অনেক সাফল্য ও উন্নতি হয়েছে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন।তিনি জানান মতলব উত্তর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৫০০ কৃষকে বিনা মূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। এতে প্রতি কৃষক ৫ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি করে সার দেওয়া হয়।
বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক, উপজেলা কৃষক লীগের সভাপতি জি এম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস