আবু তালহা : প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তোলে দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক শ্রেয়াস আয়ার কেবল করেন ৪৩ রান। এছাড়া আক্সার প্যাটেলের ব্যাট থেকে ২৩ রান আসে।
ব্যাট করতে নামা হায়দরাবাদও দশ-বারো রানের চক্করে পড়ে। ওয়ার্নার-মনিশ পান্ডে ও দিপক হুদা ১০ করে রান করেন। বেয়ারস্টো ২৮ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। শেষে মোহাম্মদ নবী ৯ বলে ১৭ রান করে দলকে জিতিয়ে ফেরেন।