আবু তালহা : গত বছরের গোল্ডেন বুটও পান মেসি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল্ডেন বুট জিতেছেন এই আর্জেন্টাইন। পাঁচবার গোল্ডেন বুট জিতেছেন । তার পরে আছেন রোনালদো, জেতেন চারবার ।
হ্যাটট্রিক, জোড়া গোল কিংবা জয়ের নায়ক; গত কয়েক দিন ধরে লিওনেল মেসি একের পর এক এমন সাফল্যই ঝুলিতে পুরছেন।
এরই মধ্যে ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা এগিয়ে গেছেন লিওনেল মেসি । এ মুহূর্তে ৩২ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি । প্রতি গোলের জন্য দুই পয়েন্টের হিসেবে মেসির নামের পাশে এখন ৬৪ পয়েন্ট। দুই নম্বরে থাকা পিএসজির কিলিয়ান এমবাপ্পের পয়েন্ট ৫৪ ।