মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামে ঐতিহ্যবাহী সোলেমান লেংটার মাজারে ৭দিনব্যাপী মেলাকে কেন্দ্র করে মেলার প্রবেশ দ্বার গজারিয়া উপজেলার বিভিন্ন ঘাটে মেলায় আগত দর্শনার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে ।
খবর নিয়ে জানা যায়, প্রতিবছর বাংলা চৈত্র মাসের ১৭ তারিখে শুরু হয়েমেলা চলে পরবর্তি ৭দিন। মেলায় প্রতিদিনই প্রায় লক্ষাধিক লোকের সমাগম ঘটে যার অধিকাংশই গজারিয়া উপজেলার বাউশিয়া পুরাতন ফেরিঘাট হয়ে মেলায় প্রবেশ করে। মেলায় আগত দর্শনাথীরা জানান, ট্রলার ভাড়া বাবদ গজারিয়া ও বেলতলী ঘাটে জন প্রতি ১১০ টাকা ঘাট ভাড়া আদায় করা হয় । এদিকে বুধবার দুপুরে সরজমিনে বাউশিয়া পুরাতন ফেরিঘাট এলাকায় গিয়েদেখা যায় মাইকিং করে ট্রলার ভাড়ার সাথে অতিরিক্ত ৫০ টাকা ঘাট ভাড়া হিসেবে আদায় করা হচ্ছে। দর্শনার্থীদের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। কয়েকজন দর্শনার্থী জানান, প্রতিবছরই এমন ভাবে টাকা আদায় করা হয়।
মাইকিং করে প্রকাশ্যে চাঁদাবাজি করা হলেও প্রশাসন নীরব।বিষয়টি সম্পর্কে জানতে টাকা আদায় কারীদের সাথে কথা বলতে চাইলে তারা ঘাটটির ইজারাদার বাবলু মিয়া ও সানা উল্লাহ মিয়ার সাথে কথা বলতে বলেন।এদিকে সানা উল্লাহ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একা নন ঘাট পরিচালনা করার জন্য তাদের একটি কমিটি আছে সাবাই মিলে ঘাট পরিচালনা করে থাকেন । প্রথমদিকে অতিরিক্ত টাকা আদায় করা হলেও এখন যা করা হচ্ছে না বলেন জানান তিনি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর জানান, ঘাটটি বিআইডাব্লিটিএ ইজারা দিয়েছে অতিরিক্তি টাকা আদায়ের একটি অভিযোগ তিনি পেয়েছেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।