আল মামুন সোহাগ চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার প্রতাবপুর গ্রামের গলায়দড়ি ব্রিজের নিকট থেকে ফেনসিডিল ও গাঁজাসহ অ্যাম্বুলেন্স জব্দ করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ১ শ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত এলাকা থেকে একটি মাদকের বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জ আসাদুজামান আসাদ, এএসআই আবুল কাশেম ও এএসআই শাহাজালাল গলাইদড়ি ব্রিজের নিকট অবস্থান নেয়। এ সময় কুড়ালগাছি হয়ে দর্শনা দিকে একটি অ্যাম্বুলেন্সকে ধাওয়া করে তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় গলায়দড়ি ব্রিজ পার হয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে ও দুজন অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ অ্যাম্বুলেন্স থেকে ১ শ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেড় কেজি গাঁজাসহ জব্দ করে থানায় আনে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে বলে জানান।