নিউজ ডেক্স :
মাদারীপুর জেলার ০৪টি উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলীতে চরম দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বদলীর ক্ষেত্রে কোন ধরনের নিয়ম মানা হয়নি । এক উপজেলা থেকে অন্য উপজেলায় অর্থের বিনিময়ে বদলি করা হয়েছে । অথচ নিজ উপজেলার শিক্ষকদের পছন্দমতো জায়গায় বদলি করা হয় নি। সিনিয়র অনেক শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ।
জেলা শিক্ষা অফিস দূর্নীতির আখরায় পরিণত হয়েছে । ভুক্তভোগী শিক্ষকরা প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তর , জাতীয় দূর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত সাপেক্ষে দূর্নীতিবাজ অফিসার ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্ববান জানিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দূর্নীতি ও হয়রানি বন্ধ না হলে ,ভুক্তযোগী শিক্ষকরা যেকেনো মূহূর্তে রাজপথে নেমে আসবে ।
মাননীয় প্রধানমন্ত্রীর দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে দুর্নীতিবাজ অফিসারদের অপসারণ চায় জেলার ভুক্তযোগী শিক্ষকসহ সচেতন মহল।