তোমার প্রেমের সুধা মাগো ভুলতে নাহি পারি,
তারই লোভে আসি ছুটে নিত্য তোমার বাড়ি।
কোথা হতে স্রোতের টানে কেমন করে এলাম,
ভাগ্য আমার প্রশ্ন ছিল তাই তো তোমায় পেলাম।
তোমার প্রেমের বারিধির নেইকো কোন কুল,
তারই নীড়ে ডুবতে আমি করিনি তো ভুল।
রক্তের বাঁধন নেইকো মা গো তোমার সাথে আমার,
শত ব্যথায় ভেবেছো মোরে যেন আত্মীয় আত্মার।
পর নিন্দুকেরা করে নিন্দা আরো অনেক কিছু,
শত জেনে ও মাগো তুমি নিলে না তো পিছু।
সহস্র আঘাত পেলে মাগো আমায় ভালোবেসে,
দুঃখ বিনা কি দিয়াছি ভাবি অদ্যবধি এসে।
শত সুখের আলিঙ্গনে ভরে উঠুক জীবন,
গভীর দুঃখে হেসে যাবে করো এবার পণ।
আজি প্রাতে পার্থনা আমার বিধির চরণে,
মুখের হাসি হয়না বিলীন যেন প্রতিক্ষনে।
দু:খে থাকি সুখে থাকি গাইব তোমার গান,
তোমার দেয়া প্রেমের পরশ রইবে যে অম্লান।