তাওহীদ সিদ্দীকি : ঢাকা প্রিমিয়ার লিগে এবার সেরা বোলার ফরহাদ রেজা। বিপুল ব্যবধানে উইকেট নেওয়ার তালিকার শীর্ষে আছেন এই অলরাউন্ডার। বোলিং করতে গিয়ে ব্যাটিংয়ে যে মরিচা ধরেনি সেটা আজ দেখা গেল ঢাকা প্রিমিয়ার লিগে।
বৃষ্টির জন্য ম্যাচ কমে এসেছিল ২৬ ওভারে , দলের রান তখন ১৩৭। ১৮ বলে ফিফটি ছুঁয়েছেন,তাতে ৩ চার ও ৬ ছক্কা ।