মমিনুল ইসলাম : মতলব উত্তর উপজেলার স্যাদুল্লাপুর গ্রামের সুফী দরবারে গতকাল রবি বার বিকেলে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সুফী দরবারের সভাপতি ও সৎ সংঘ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুল আলম জুলফিকারের পরিচালনায়, প্রধান অতিথর বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মো জাহাঙ্গীর। সৎ সংঘ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রস্তুতী সভায় আরো বক্তব্য রাখেন, বৃহত্তর উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার,মুক্তিযুদ্ধা আবুল হাসেম মোল্লা, আবুল হাসেম, সমাজ সেবক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিাুল ইসলাম সেলিম, বাগান বাড়ির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে মো: বাবুল প্রমুখ।