রাজধানীর গুলশানের হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার ৭ম তলায় একটি দোকানে আগুন লেগেছে।
রোববার সকাল ১০টা ৬ মিনিটে এ আগুন লাগার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।
জানা গেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস দুটি ইউনিট পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই আশেপাশের মানুষজন আগুন নিভিয়ে ফেলেন।
এর আগে, ২০১৮ সালের ১৪ ডিসেম্বর এই মার্কেটের পঞ্চম তলার ফুড কোর্টের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।