কাপ্তাই প্রতিনিধিঃ- বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান রোববার(৩১ মার্চ) আহবায়ক প্রকৌশলী মোশাররফ হোসেনের সভাপতিত্বে ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ। বক্তব্য রাখেন,ক্রীড়া শিক্ষক জুয়েল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন,বিভাগীয় প্রধান প্রকৌশলী বিমল কান্তি চৌধুরী,মুহাম্মদ তারেকুল ইসলাম,পালাশ কান্তি বড়ুয়া,রহমত উল্লাহসহ সকল শিক্ষক,শিক্ষার্থী, ও কর্মচারী নেতৃবৃন্দ। বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন খেলা,সাংস্কৃতি প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,এ প্রতিষ্ঠান কোন রাজনৈতিক হাল-চাল নেই এটি রাজনৈতিক মুক্ত প্রতিষ্ঠান আমি চাই তোমরা এ প্রতিষ্ঠানে কে রাজনৈকি মুুক্ত প্রতিষ্ঠান রাখ। তোমরা ছোটদের স্নেহ করবে আর বড়দের সম্মান করতে শিখবে। তাহলে তোমরা একদিন শ্রেষ্ঠ মানুষ হতে পাড়বে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।