তাওহীদ সিদ্দীকি : কোহলি ৪৬ রানে আউট হওয়ার পরও বেঙ্গালুরু জয়ের স্বপ্ন দেখছিল ডি ভিলিয়ার্সের ব্যাটে চড়েই। ডি ভিলিয়ার্স-ঝড়ে ১৮ বলে ৪০ থেকে চোখের পলকে সমীকরণ ১২ বলে ২২ রানে নেমে এল। কিন্তু ডেথ ওভারে দুর্দান্ত জসপ্রিত বুমরা তাঁর জাদু দেখালেন এ ম্যাচেও। ১৯তম ওভারে মুম্বাই পেসার দিলেন মাত্র ৫ রান। ওখানেই যেন ম্যাচের পার্থক্য গড়া হয়ে গেল। বেঙ্গালুরু শেষ ওভারে ১৭ রান আর তুলতে পারল না। অসাধারণ ব্যাটিং করেও অসহায়ভাবে ডি ভিলিয়ার্স দেখলেন জয়ের হার। আর ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হলেন বুমরা।