তাওহীদ সিদ্দীকি : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরা এফ আর টাওয়ারের প্রতিটি ফ্লোর ঘুরে এসেছেন। সেখানে আর কোনো মানুষ নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর বনানীতে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাহবুব উল আলম হানিফ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৯। ৫০ থেকে ৬০ জন আহত হয়েছিলেন। তাঁদের বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
৮ বছর আগে একই ভবনে আগুন লেগেছিল এবং ওই আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটিও হয়েছিল কিন্তু কিছুই হয়নি, এবারও সে রকম হবে—এমন প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘৮ বছর আগে কী হয়েছে, না হয়েছে তা বলতে পারব না।