জাকির হোসেন, যশোর প্রতিনিধি : যশোরের শার্শায় একটি বালুবাহী ট্রাকের চাপায় কামরুজ্জামান (৫) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির দাদা হারুনুর রশিদ। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত হারুনুর রশিদকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠিয়েছেন বলে জানা গেছে। নিহত শিশু কামরুজ্জামান শার্শা নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের রাজু বিশ্বাসের ছেলে। আহত হারুনুর রশিদ ঝিকরগাছা হাজের আলী গ্রামের বাসিন্দা।
নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম জানান, দাদা হারুনুর রশিদ নাতি কামরুজ্জামান বাইসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। কেরালখালি এলাকায় পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় চাকার নিচে পিষে যায় শিশুটি। সেই সঙ্গে আহত হন দাদা হারুনুর রশিদ। স্থানীয়রা আহত দাদাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
শার্শা গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল আলম বলেন, বালুবাহী ট্রাকের চাপায় নিহত শিশুটিসহ আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা করছে পুলিশ।