নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ মঙ্গলবার রাতে দেশে আনা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাত ১০টা ২৫ মিনিটে লাশ দুটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়।যে দুজনের লাশ দেশে আনা হয়েছে, তাঁরা হলেন: নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া।নিহত পাঁচ বাংলাদেশিদের মধ্যে শেষজন অর্থাৎ চাঁদপুরের মোজাম্মেল হকের লাশ বুধবার ঢাকায় আনার কথা রয়েছে।১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের পর সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাঁদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে।
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের মরদেহ ফিরিয়ে আনতে প্রত্যেকের পরিবারের একজন করে সদস্যকে সেখানে নিয়ে গেছে নিউজিল্যান্ড সরকার। এ ছাড়া নিহত ব্যক্তিদের প্রত্যেককে আর্থিক ক্ষতিপূরণও দিচ্ছে নিউজিল্যান্ড। এ নিয়ে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে নিউজিল্যান্ড সরকার আলোচনা করছে।