মো.মহসিন তালুকদার,মাদারীপুর থেকে:
মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির দোতলা থেকে সোমবার সকালে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদার (২৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ।
লিমন শহরের সবুজবাগ লঞ্চঘাট এলাকার বাবুল মজুমদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী সোমবার সকালে আমিরাবাদ এলাকার মিলন সিনেমা হলের পিছনে লিয়াকত আলীর নির্মাণাধীন ভবনের দোতলায় লিমন মজুমদারের গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় লিমনের গলায় গামছা পেচানো থাকলেও দু’পা মাটির সাথে লেগে ছিল। লিমন জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ নানা সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তার এই রহস্যজনক মৃত্যতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
লিমনের পরিবারের দাবী, পূর্ব পরিকল্পিতভাবে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখে গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সিরাজুল হক সরদার জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।