মমিনুল ইসলাম:
চাঁদপুরের মতলবে থানার ধনাগোদা নদীতে ড্রেজার ডুবিতে ১ জন শ্রমিক নিহত হয়েছে। ওই শ্রমিকেন নাম রুহুল আমিন (২৫)।
মঙ্গলবার সরেজমিন গিয়ে জানা গেছে, মতলব সেতুর নিচে সোমবার রাতে ড্রেজারে ভেতর আটকিয়ে ঘুমিয়ে ছিলেন মেস্তুরী রুহুল আমিন ও বাহিরে হেলপার আবুল কালাম।
ড্রেজারের হেলপার আবুল কালাম জানান, রাত সাড়ে তিনটায় ড্রেজার ডুবে যায়। ধারনা করা হচ্ছে ড্রেজারে ছিদ্র থাকায় পানিতে ডুবে গেছে। তিনি জানান, মেস্তুরী রুহুল আমিন ভেতরে দরজা আটকিয়ে ঘুমিয়ে ছিলেন। তাই ভেতর থেকে বাহির হতে না পেরে রুহল আমিন মারা গেছেন।
নিহত মেস্তুরী রুহুল আমিন (২৫)ঝালকাঠি জেলার চারাখালি গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে। ডুবন্ত ড্রেজারটি এখনও উদ্বার করা যায়নি।
এদিকে লাশের সুরুত হাল রিপোর্ট তৈরি করেন মতলব দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই বেলাল হোসেন ও এসআই অহিদ উল্লাহ।