রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) :
আগামী ৩১ মার্চ ৫ম ধাপে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকার সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন আওয়ামীলীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী রুহিয়া বেগম হাসী।
মুজিব চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী রুহিয়া বেগম, উপজেল আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট একেএম আব্দুস শহিদ, সহ সভাপতি শাহ মোঃ কাউয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাবেক যুগ্ম আহ্ববায়ক এডভোকেট এমএ আউয়াল, আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন প্রমুখ।