আল মামুন সোহাগ ,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গার চারটি উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩৮টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আসাদুল হক বিশ্বাস।
আলমডাঙ্গা উপজেলায় আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলী।
দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলি মুনসুর বাবু।
জীবননগর উপজেলা পরিষদের নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান।
রাতে রির্টানিং অফিসার ইয়াহ্ ইয়া খাঁন (চুয়াডাঙ্গা সদর ও জীবননগর) ও রির্টানিং অফিসার তারেক আহম্মেদ (আলমডাঙ্গা ও দামুড়হুদা) বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।