সাভার নাদীর পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের অভিযোগে উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শান্তকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল থেকেই কাউন্দিয়া এলাকায় অবৈধভাবে নদী দখল করা বেশ কয়েকটি ভবন উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান তার লোকজন নিয়ে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের বাকবিতন্ডা ও হাতাহাতিতে জড়িঢে পড়লে পুলিশ ওই ইউপি চেয়ারম্যানকে আটক করে।
অভিযানে নদী তীরবর্তী বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখলকৃত জমি উদ্ধার করা হয়।