রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি : দুর্নীতি অনিয়ম দূর করার ক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টাই মুখ্য ভূমিকা রাখতে পারে এবং সেই প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করলেন আইনি সহায়তা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। পাশাপাশি সামজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতিকে নির্মূল করার প্রতি জোর দিয়েছেন বক্তাগন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের আইনী সহায়তা কেন্দ্র ‘অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইস সেন্টার (এলাক)’ এর আয়োজনে আজ মঙ্গলবার (১৯ মার্চ ২০১৯) বিকেলে, সনাক কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান। এলাক ফ্যাসিলিটেটর মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অ্যাডভোকেট খান মোঃ শহীদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদরীপুরের সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ সাইফুদ্দিন গিয়াস, সিনিয়র এএসপি মোঃ আনোয়ার হোসেন ভূইয়া, র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-৮)’র কোম্পানী কমান্ডার মোঃ রইস উদ্দিন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেলা প্রকল্প কর্মকর্তা অ্যাড. নাজনীন আক্তার, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর জেলা সভাপতি মোঃ মোস্তফা হাওলাদার, এলাক’র প্যানেল আইনজীবী এপিপি অ্যাড. গোলাম কিবরিয়া হাওলাদার, অ্যাড. আবুল কালাম আযাদ, অ্যাড. প্রদীপ চন্দ্র সরকার, অ্যাড. শাকিলা পারভীন। এছাড়াও সনাক-ইয়েস সদস্য, প্যারালিগ্যাল সদস্য ও টিআইবি’র কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।