রাকিব হাসান , মাদারীপুর থেকে:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মাদারীপুরে পালিত হয় জাতীয় শিশু দিবস ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য শাজাহান খান এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে,যুগ্ম সম্পাদক পৌর মেয়র মোঃ খালিদ হেসেন ইয়াদ,জেলা যুবলীগ সভাপতি আতাহার সরদার,ছাএলীগ সভাপতি জাহিদ হাসান অনিক,সাধারণ সম্পাদক তানভির মাহমুদ আবির প্রমুখ।