কাপ্তাই প্রতিনিধিঃ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন কাপ্তাই উপজেলার ৫টি ইউপিতে সোমবার(১৮মার্চ) শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে আওয়ামীলীগ ব্যতিত অন্য কোন দলের প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক নির্বাচিত হন।
এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন ৯০৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন কৃষকলীগের সহ-সভাপতি সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, সে পেয়েছে ৪৭৭৭ ভোট ।এছাড়া মহিলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উমেচিং মারমা ৬৩২৯ভোট পেয়ে বেসরকারি ভাবে ভাইস-চেয়াম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধ মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপী পেয়েছেন ৪৪৫৬ ভোট।
সহকারি রিটার্নিং অফিসার আশ্রাফ আহমেদ রাসেল বেসরকারি ভাবে উক্ত ফলাফল ঘোষনা করেন।