ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টারমিনাস রেল স্টেশনের কাছে ফুট ওভারব্রিজের একটি অংশ ভেঙে পড়ে ৩ নারী সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা কমপক্ষে ৩২ জন। তাদের স্থানীয় জিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছত্রপতি শিবাজি রেলস্টেশনের সাথে বিটি লেন-এর সংযোগকারী ওই ওভারব্রিজেটির একটি অংশ হটাৎই ভেঙে পড়ে। গত এক বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রিজ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটলো। গত বছরেই আন্ধেরির জি.কে.গোখলে রোডে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছিল। এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।