শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৯-এ।
উল্লেখ্য, শুক্রবার জুম্মার বিশেষ নামাজের সময় ক্রাইস্টচার্চের মসজিদে হামলা চালায় বন্দুকবাজরা। প্রধানমন্ত্রী আরডেন জানিয়েছেন, একেবারে পরিকল্পনা করেই ওই হামলা চালানো হয়েছে। দুটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত ওই হামলায় ৪৮ জন আহত। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ক্রাইস্টচার্চের পুলিস কমিশনার জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন বাংলাদেশী নিহত হয়েছেন বলে সেখানে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন। নিহরা হলেন ১. ড. আবদুস সামাদ তিনি স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।২. ড. আবদুস সামাদের স্ত্রী ও ৩. মিসেস হোসনে আরা ফরিদ ।মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশী আহত হয়েছে বলে বাংলাদেশের দূতাবাস এখন পর্যন্ত খবর পেয়েছে।
নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আরডেন বলেন, ‘যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই ক্রাইস্টচার্চের মানুষ। অনেকে হয়তো এখানে জন্ম গ্রহন করেননি কিন্তু তারা নিউ জিল্যান্ডকেই তাদের দেশ হিসেবে বেছে নিয়েছিলেন। এরা আমাদের সমাজেরই মানুষ। এই ধরনের হামলা করে আমাদের দমিয়ে দেওয়া যাবে না। দেশের ইতিহাসে এটি একটি কালো দিন।’