আল মামুন সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী অন্তর (২২) কে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
মাদক সহ আটককৃত অন্তর হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার আজিমপুর গ্রামের হারুন হোসেনের ছেলে। বুধবার রাত ৯টার সময় উপজেলার আজিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সুকুমার বিশ্বাসের নির্দেশে সেকেন্ড অফিসার এসআই রজিবের নেতৃত্বে এসআই মিল্টন কুমার সরকার ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনার আজিমপুর থেকে মাদক ব্যবসায়ী অন্তর কে (২২) গ্রেফতার করে ।
পরে তার দেহ তল্লাশী করে ৫০পিচ ইয়াবা উদ্ধার করে। দামুড়হুদা মডেল থানায় আটককৃত অন্তরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।