যুক্তরাজ্য সরকার ঘোষণা দিয়েছে, নতুন চুক্তিবিহীন ব্রেক্সিট হলেও বেশির ভাগ পণ্যে তারা শুল্ক আরোপ করবে না। এক সাময়িক ব্যবস্থার অধীনে যুক্তরাজ্যের ৮৭ শতাংশ আমদানি করা পণ্য বিনা শুল্কে দেশটির বাজারে প্রবেশ করবে। আর এ মুহূর্তে দেশটির ৮০ শতাংশ আমদানি করা পণ্যই বিনা শুল্কে বাজারে ঢুকছে। তবে দেশটির সরকার এ–ও বলেছে, কিছু শিল্পের সুরক্ষার জন্য শুল্ক থাকবেই, যেমন কৃষি। এ ছাড়া গরুর মাংস, ভেড়া, হাঁস-মুরগি ও কিছু দুগ্ধজাত পণ্যেও সুরক্ষা দেওয়া হবে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, আন্তর্জাতিক বাজারে যেসব পণ্য বেচাকেনা হয়, আমদানিকারক দেশগুলো সেই সব পণ্যেই শুল্ক আরোপ করে। আবার রপ্তানি পণ্যেও অনেক সময় শুল্ক আরোপিত হয়। আইরিশ সীমান্তে শুল্ক আরোপ না করাটা দীর্ঘমেয়াদি সমাধান নয় বলে মনে করে যুক্তরাজ্য সরকার। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মের লঙ্ঘন। কারণ, ডব্লিউটিওর নিয়ম অনুসারে সব বাণিজ্য অংশীদারকে সমানভাবে দেখতে হবে। সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান উইন্টার্স বিবিসিকে বলেন, ‘ব্যাপারটা সাময়িক পদক্ষেপ হওয়ায় আমি মনে করি না, তা ডব্লিউটিওর জন্য খুব গুরুতর হবে।