কাপ্তাই প্রতিনিধিঃ-– কাপ্তাই আগর বাগানের ৭০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। চাষিদের মধ্য বিরাজ করছে চাপা উত্তেজনা।
জানা যায় ,পার্বত্য চট্রগ্রামের দক্ষিণ বন বিভাগের অংশিদার ভিত্তিত্বে কাপ্তাই রেঞ্জের কামিলাছড়ি বন বিটে ২০০৭-৮ সনের সৃজন কৃর্ত ৭০টি আগর গাছ দুর্বৃত্তরা করাত দিয়ে কেটে দিয়েছে।গাছগুলো কাটার খবর শুনে আগর চাষিদের মধ্য চাপা ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্থ আগর চাষি কাজল জানান,এ গাছের জন্য দীর্ঘ ১২/১৩ বছর যাবত লাখ,লাখ টাকা খরচ করছি কিন্ত কোন নিরাপত্তা পাইনি। দূর্বৃত্তরা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করে চলছে। কর্তনকৃর্ত গাছের ক্ষতির পরিমান প্রায় কোটি টাকা বলে জানান। আগর বাগান সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল জানান,বন বিভাগ আমাদের চাষ করার জায়গা দিয়েছে কিন্তু তারা নিরাপত্তা দেয়নি। যার ফলে দুর্বৃত্ততারা আমাদের আগর চাষিদের ক্ষতি করে চলছে। তিনি আগর চাষিদের ক্ষতিপুরণসহ দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান।
শুক্রবার(১৫মার্চ) কাপ্তাই রেঞ্জকর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আমরা এ ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেব। তবে এভাবে গাছগুলো কেটে ধবংস করা ঠিক হয়নি।