1. rajubdnews@gmail.com : Somoyer Nur : Somoyer Nur
  2. abdunnur9051@gmail.com : SomoyerNur : Abdun Nur
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম
রায়পুর-পানপাড়া সড়কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই | সময়ের নুর ডট কম রামগঞ্জে অবৈধভাবে এলপিজি গ্যাস বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা | সময়ের নুর ডট কম বেগমগঞ্জ গুলি, ওয়ান শুটারগানসহ গ্রেফতার-৩ | সময়ের নুর ডট কম রামগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু, তিনজন গ্রেপ্তার করে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে রিকশাচালককে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে দুলাভাইকে বাঁচাতে গিয়ে শ্যালকও মারা গেলেন | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুরে পুলিশের পৃথক দু’টি মামলায় বি এন পির ৯ নেতাকর্মী কারাগারে | সময়ের নুর ডট কম লক্ষ্মীপুর বাজারে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ | সময়ের নুর ডট কম শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশে দুর্নীতি কমে যাবে: দুদক ডিজি | সময়ের নুর ডট কম

শিলংয়ে কাল থেকে রাজীবের জেরা শুরু

প্রতিনিধি'র নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১৩৩ বার পঠিত হয়েছে

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে আগামীকাল শনিবার থেকে জেরা শুরু করছে। শিলংয়ের সিবিআই দপ্তরে জেরা হবে। জেরা করবে সিবিআইয়ের দুটি দল। একটি দিল্লি থেকে আসবে। অন্যটি দিল্লির নির্দেশে বিশেষ কর্মকর্তাদের নিয়ে তৈরি। প্রতিটি দলে থাকছেন সিবিআইয়ের একজন পুলিশ সুপার, তিনজন অতিরিক্ত পুলিশ সুপার, দুজন ডেপুটি সুপার এবং চারজন ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা।

আলাদাভাবে জিজ্ঞাসাবাদের পর দুটি দল সিবিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দেবে।

এসপি জগরূপ এস গুসিনহার নেতৃত্বে দলটি প্রথম রাজীব কুমারকে জেরা শুরু করবে। গতকালই সিবিআই শিলংয়ে হাজির হওয়ার জন্য রাজীব কুমারকে সমন পাঠিয়েছে।

গত রোববার বিকেলে কলকাতার সিবিআই কর্মকর্তারা পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা ও রোজভ্যালি চিটফান্ড দুর্নীতি মামলার তদন্তে সেখানকার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে যান। সেখানে পুলিশ তাঁদের বাধা দেয়। কলকাতা পুলিশ জোর করে সিবিআই কর্মকর্তাদের গাড়িতে তুলে শেক্‌সপিয়ার সরণি থানায় নিয়ে যায়। রাতে অবশ্য ছেড়ে দেয়।

এই ঘটনার পর গত সোমবার সিবিআই আদালতে মামলা করে। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গড়া ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআই রাজীব কুমারকে জেরা করতে পারবে। তবে জেরার সময় তাঁকে গ্রেপ্তার করতে পারবে না। সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দেন, রাজীব কুমারকে শিলংয়ে সিবিআই দপ্তরে জেরা করা হবে।

সিবিআই গত রোববার শিলংয়ে তৃণমূলের সাবেক সাংসদ ও সারদার সাবেক মিডিয়া সেলের প্রধান কুনাল ঘোষকেও তলব করেছে। ২০১৩ সালের এপ্রিলে ১৪ হাজার কোটি রুপির সারদা দুর্নীতির ঘটনা ফাঁস হওয়ার পর কুনাল ঘোষ দাবি করেছিলেন, সারদার বিভিন্ন নথি রাজ্য পুলিশের কর্মকর্তারা নষ্ট করেছেন। তাই সারদার বিভিন্ন নথি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, সিবিআই তাঁদেরও ডাকার উদ্যোগ নিয়েছে।

সিবিআই বলছে, পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করার জন্য সিবিআই শতাধিক প্রশ্নের একটি প্রশ্নমালা তৈরি করেছে। এই প্রশ্ন নিয়ে সিবিআই কর্মকর্তারা তাঁদের আইনজীবীদের সঙ্গে আলোচনাও করেছেন।

গত রোববার কলকাতার মেট্রো চ্যানেলে মমতার ধরনা মঞ্চে যোগ দেওয়া পাঁচজন আইপিএস পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, নিয়ম ভেঙে পুলিশ কর্মকর্তারা মমতার সঙ্গে ধরনায় বসেছিলেন। তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও বলা হয় ওই চিঠিতে। সরকারি পদক কেড়ে নেওয়াসহ বিভিন্ন শাস্তির কথা বলা হয়েছে এতে।

পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) বীরেন্দ্র, অতিরিক্ত ডিজি বীনিত গোয়েল (নিরাপত্তা), অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা, বিধানগরের (সল্টলেক) পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং এবং কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুপ্রতীম সরকার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এক প্রতিবেদনে ধরনায় রাজীব কুমার ছাড়া আরও পাঁচ পুলিশ কর্মকর্তার ভূমিকার কথা বলেছেন।

তবে তৃণমূল দাবি করেছে, মমতার ধরনায় কোনো পুলিশ কর্মকর্তা যোগ দেননি। গত রোববার রাতে মমতা রাস্তায় ধরনা দিতে বসেছিলেন। নিরাপত্তার জন্য তাঁকে ঘিরে রেখেছিলেন পুলিশের কয়েকজন পদস্থ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved SOMOYERNUR
Theme Customized BY LatestNews